Sohrawardi Smarani Vidyapith Students Teachers
SOHRAWARDI SMARANI VIDYAPITH, Dingadah,Chuadanga.

    SOHRAWARDI SMARANI VIDYAPITH, Dingadah,Chuadanga.

    Secondary School

    সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠের ইতিহাসঃ সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠ দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।  ১৯৬৮ সালে প্রতিষ্ঠানটি মিলন জুনিয়র স্কুল নামে  যাত্রা শুরু করে। পরবর্তীতে  সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠ  হিসেবে নামকরণ করা হয় এবং  উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর কর্তৃক স্বীকৃতি পায়। ২০০৫ সাল থেকে এস এস সি ভোকেশনাল কোর্স চালু হয়। বর্তমানে বিল্ডিং মেইন্টেনেন্স ও ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স দুইটি চলমান। ৬ষ্ঠ থেকে এস এস সি জেনারেল কোর্স চালু আছে বর্তমানে কলেজটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নিয়মানুযায়ী শিশু শ্রেণি হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। এখানে সহপাঠ কার্যক্রম চালু আছে। কলেজটি শিক্ষা পদ্ধতি ও শৃঙ্খলার জন্য সুপরিচিত ও সুপ্রতিষ্ঠিত।